Tuesday, July 23, 2013

windows 7 কি আপনার বোরিং লাগছে??? আসুন Windows 7 কে Android বানিয়ে ফেলি!!!

আসসালামু আলাইকুম,
উইন্ডোজ ৭ তো রেগুলার ব্যবহার করছেন। ব্যবহার করতে করতে বোরিং লাগাটাও স্বাভাবিক! অনেকের আবার মনের ইচ্ছে যে Android এর স্বাদ নিতে চায় Windows 7 এ! তা দুনিয়াতে তো অসম্ভব বলে কিছু নাই, তাই আজ আপনাদের নতুন চমক দিলাম! আজকে দেখবেন কিভাবে Windows 7 কে Android বানিয়ে ফেলবেন!!! ;)

Windows 7 কে Android বানিয়ে নিতে খুব বেশি কষ্ট করতে হবে না! জাস্ট ২৪ মেগাবাইটের সফট ইন্সটল দিবেন আর রিস্টার্ট দিবেন। তাতেই আপনার মনের স্বাদ হাওয়া হয়ে যাবে!!! :) মনে রাখেন, এটি শুধুWindows 7 ও wnidows 7 service pack 1 এর জন্য প্রযোজ্য। আর 32 Bit ও 64 Bit দুটার আলাদা আলাদা লিঙ্ক নিচে দিয়ে দেওয়া হয়েছে। আবার উইন্ডোজ ৮ ব্যবহারকারী ভুলেও যেন ইন্সটল করেন না! আজকের পোস্ট শুধু windows 7 ব্যবহার কারীদের জন্য! চলুন, এবার কিছু চমৎকার Sceen Shots দেখা যাক !!! :P




For windows 7 || 32 bit

For windows 7 || 64 bit

আজ এখানেই শেষ করছি, আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

No comments:

Post a Comment